বন্ধু - সূর্যাশীষ ঘোষ - MeghPori

বন্ধু – সূর্যাশীষ ঘোষ

Bondhu-Kobita-Meghpori-Bangla-web-magazine-surjashis

বন্ধুসূর্যাশীষ ঘোষ

আমরা সবাই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ,
তাও আমরা পরিবারের পরিচালনায় সীমাবদ্ধ;
বন্ধু মানে রাগ, ঝগড়া, ভালোবাসা, অভিমান।
তারপরও তাদের ছেড়ে যাবার, নেই কোনো পরিত্রাণ।।

স্কুল কলেজে আমরা মেতে উঠি নানান আড্ডায়,
অনেক সময় আমাদের পরতে হয় বিভিন্ন গাড্ডায়;
আমরা বন্ধুরা সকলে মিলে একত্রে করি কাজ,
প্রত্যেকেই আমরা করি আমাদের নিজস্ব দলের রাজ।
কি করবো, কি খাবো কেউ ভেবে রাখে না কর্মসূচি,
ইন প্রেজেন্ট প্ল্যান হয়, প্ল্যানগুলো হয় খুব পরিপাটি;

আমরা একত্রে বন্ধুরা ছিলাম পঞ্চপাণ্ডব,
পাঁচ জনেই সব জায়গায় করতাম ভীষণ তাণ্ডব;
ছোটবেলায় আমাদের ছিল এক নিয়ম, এক নীতি,
তবে তখন আমরা করেছিলাম স্বরনীয় কিছু কীর্তি।।

সেই দশটা থেকে এগারোটার মধ্যে যেতে হবে স্কুলে।
রাস্তায় অন্যমনস্ক হলে, বোলতা বেঁধে দেবে তার হুলে।।
স্কুল গিয়ে বন্ধুদের সাথে মজার পর শুরু হতো ক্লাস,
দিনশেষে ক্লাস টেস্টে আমি হতাম সবার লাস্ট;
চারটে নাগাদ বন্ধুদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরা,
তারপর বাড়িতে আমরা আমাদের বাড়ির আইনে ঘেরা।

কোনো কোনো দিন স্কুলের পর থাকতো টিউশন,
সাইকেল করে যেতে ক্লান্তি লাগতো ভীষণ;
শনিবার স্কুল যেতে ভীষণ লাগতো মজা,
থাকতোনা কোনো প্রাইভেট তাই বাড়ি ফিরতাম সোজা;

রবিবার থাকতো একটিই প্রাইভেট, বাকি সময় ছুটি,
পড়া ঠিক মত বলতে না পারায়, স্যার ধরতো চুলের মুঠি
সোমবার হলেই দেখা হতো পঞ্চপাণ্ডবের সাথে,
কিন্তু মোটেই ভালো লাগতো না সপ্তাহের ওই মাঝে;
মনোরঞ্জন পেতে না করে করতাম নানা প্ল্যান,
সব জেনে ক্লাসে বকতো ভুলের পুষ্পিতা ম্যাম।।

ছুটির দিনগুলোতে আমরা করেছি অনেক খেলা।
এরম ভাবেই দিন কেটেছে আমাদের ছোটবেলা ।।

Please rate this Post

5/5 (1)

Comments are closed.