তুমি পারবে? – সজল গরাঁই
আচ্ছা আজকে যদি বকবক না করে
শান্ত হয়ে বসে থাকি, তুমি পাশে থাকবে?
আজকে যদি হাতে, সুন্দর ছবি না এঁকে
রঙ কলমে কাটাকুটি করি, তুমি পাশে বসবে?
যদি যাই দুরো দেশের দুরো প্রান্তে
তবে কী সঙ্গীনী রূপে- তুমিও পথে নামবে?
আজকে যদি তোমার প্রশংসা না করি
নদী, পাহাড়, রাস্তার প্রশংসা করি, তুমি রাগ করবে?
আজকে যদি না হেসে,
জড়িয়ে ধরে কান্না করি- তুমি পারবে কান্না থামাতে?
যদি কথা না শুনে ধমক দিয়ে ফেলি
অভিমান না করে, পারবে সবটা বুঝে নিতে?
যদি বিবর্ণ নীরব রাতে, এক গুচ্ছ অজুহাতে
মুখ লুকিয়ে বসে থাকি তুমি পারবে হাসি ফোটাতে?
মৃদু হেসে, ভিন্ন দেশে
তুমি কী পারবে আগলে রাখতে আমায় ভালোবেসে?
শোনো এই যে, তোমাকেই বলছি
সঙ্গে থেকে সঙ্গিনী হতে তুমি আদৌ পারবে?