নবজাগরণ – সুমন দত্ত
“সবশেষ যেন সবশেষ”
শিক্ষার যেন আর নেই কোনো রেষ।
টানা তিন বছর ধরে চলছে বিপর্যয়
কোভিডের পাশাপাশি কত প্রাকৃতিক দুর্যোগ
করেছে সাধারণ মানুষের জীবনের ক্ষয়।
“সবশেষ যেন সবশেষ”
কত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
চলছে তবুও মেল
শিক্ষার বেলায় হচ্ছে তবুও
কেন এ অবহেলা?
“সবশেষ যেন সবশেষ”
কত মানুষের জীবন গেল
যারা আঁকড়ে ধরেছিল মানুষের সেবা-ই,
করোনা তাদেরও ছাড়েনি,
তাদের কেড়ে নিয়ে করতে চেয়েছে
মানুষের উপকারের ক্ষয়।
“সবশেষ যেন সবশেষ”
তবুও হার মানব-না আমরা
পাবোনা মোরা ভয়,
জাগাবো মানুষের মনে আশার আলো
হবেনা নবজাগরণের ক্ষয়।
করব মোরা জয় || করব মোরা জয় ||