আজও না খুব জানতে ইচ্ছে করে,,
তোমার শহরে কি আমার নামে আজও বৃষ্টি ঝড়ে!
আজও কি ঝড়ে আমার নামে লেখা কোনো কাব্য-কবিতা!
তোমার হৃদয় কি কখনো বলে আমরা কথা!
ফেলে আসা পথের ইশারা বোঝ কি তুমি?
বোকি তবে এই নিরবতা?
আমার একটু দেরি হলেই,তোমার অস্থিরতা,কপালের ভাঁজে দেখা দিতো দুশচিন্তার ছাপ।আজও কি তার দেখা মেলে!
আমার অনুপস্থিতিঝ ,তোমার চোখের কোণে কি দু-এক ফোঁটার বৃষ্টি ঝড়ে?
তবে মনে রেখো তোমার রুক্ষ ঠোঁটের হাঁসির মাঝে রেখেছি নিজেকে লুকিয়ে।
সময়ের প্রেক্ষাপটে বাস্তবতা যে বরই নিষ্ঠুরতম।
জানতে ইচ্ছে করে ?