চোখে দেখতে পাওয়া যায় না ,
তাও যেনো সবার কাছে দৃশ্যমান ।
থাকে না কোনো সর্বোচ্চ সীমা,
ক্ষমতা রাখে জমিয়ে রাখার অসীম অভিমান।।
জীবন যুদ্ধে জিততে জিততেও;
জিততে আমি পরিনি।
যদিও তার জন্য আমি,
আশেপাশের কাউকেই দোষারোপ করিনি।।
সবাই জানতো হারবো আমিই ;
জিতবো , ভাবেনি কেউ ।
সামনে যে ধরতো হাত ,
পিছনে মুচকি হাসতো সেও ।।
তাই তো নিজের মন ভেঙেছি,
আমি নিজেই।
সবাই তখন সান্তনা দেয়;
ফেক চোখের জলে ভিজেই।।
অভিমান করে বলছি না ,
আমাকে ভালোবাসতো না কেউ।
তাই তো খারাপ সময়ে,
আমার পাশে এলো না সেও ।।
যদিও আমি তার উপর,
করিনি কোনো অভিমান।
কারণ আমি জানতাম,
তার নেই কোনো সন্মান ।।
নিজের মন কে শক্ত করে;
একা একাই করেছি লড়াই।
তাই তো এখন করতে পারি,
আমি নিজেই নিজের বড়াই ।।
_____✍ সূর্যাশীষ ঘোষ