আমার ‘আমি’ – সুরজিৎ
বহুদিন নিজের সাথে করা হয়নি পরিচয়,
বসে গল্প করিনি বহুদিন,
অজান্তেই, অগোছালো জীবনে সম্পর্কের টানাপোড়নে
হারিয়েছি আমায়..
সেই পুরোনো পরিচিত পথের বাঁকে
নতুন মানুষের ভিড়ে হন্য হয়ে খুঁজেছি আমায়..
আমার আমি অবহেলিত আজ
খুঁজি আমায় অন্যের ভালোবাসায়।।
হারিয়েছে পূর্ণিমার চাঁদ
অমাবশ্যার ঘনঘটায়
নিবিড় অন্ধকারে আলোর ছটার মতো
আমি তো খুঁজছি আমায়!
শব্দ যেথা শূন্য বাক্য যেথা স্থির
মিথ্যা যেথা উচ্চস্বর,
সত্য নতশির।
সংখ্যা যেথায় মিশে গেছে শূন্যের
বিলীনতায়…
মিশে যাওয়া ধুলিকনায়
আমি তো খুঁজছি আমায়!
বিশ্বাস যেথা স্কন্ধ হারায়
নষ্ট মন, শুদ্ধতার অশালীনতায়
জীবনের প্রতিযোগিতায়..
ক্ষয়ে যাওয়া অন্তরে
পুরোনো ব্যথায়
আমি তো খুঁজছি আমায়!