আঠারো – সানিমেশ পাল
বয়স তো সবে হল আঠারো,
দায়িত্ব অল্প বাড়লো।
কেউ যাবে কলেজে,
তো কেউ যাবে কাজে।
এতদিনে কেউ সংসার ভেঙেছে,
কেউ বা সংসার গড়েছে।
দায়িত্ব অল্প বাড়লো।
কেউ যাবে কলেজে,
তো কেউ যাবে কাজে।
এতদিনে কেউ সংসার ভেঙেছে,
কেউ বা সংসার গড়েছে।
প্রত্যহ করে অস্তিত্বের সংগ্রাম,
জীবন যুদ্ধে যাই অশ্রু-ঘাম।
এ দুনিয়া খুবই স্বার্থপর,
তাই মনে লাগে ডর।
জীবনে নামে যদি অন্ধকার,
শীঘ্রই আসছে আলোর প্রহার।
জীবন যুদ্ধে যাই অশ্রু-ঘাম।
এ দুনিয়া খুবই স্বার্থপর,
তাই মনে লাগে ডর।
জীবনে নামে যদি অন্ধকার,
শীঘ্রই আসছে আলোর প্রহার।