বহুদূর - সুরজিৎ - MeghPori

বহুদূর – সুরজিৎ

বহুদূর - সুরজিৎ Meghpori

তুমি একদিন মন খারাপের ওষুধ হয়ে সকালে এসে ডাকবে যখন,
এস এম এস গুলো একটা দাগে আটকে যাবে,
এপার থেকে তোমার বহু প্রতিক্ষিত কানের দরজায় কেউ বলবে –

“আপনি একটি ভুল নম্বর ডায়াল করেছেন”! 🩹

তখন আমায় ছুঁতে চেয়ো, জানবে আমি পাহাড়চূড়ায়;

পালিয়ে গেছি, কাকে ছেড়ে!?
নিজেকে ছেড়ে!

এই শরীরের পরিচিত মনে বাগান ভেবে অনেক হেঁটেছো তুমি।
যাওয়া-আসা;
তবে এবার আমি পাহাড় প্রান্তে দাঁড়িয়ে আকাশ হবো,

ছুঁতে চাইবে তূমি, যতই স্পর্শ করার ছন্দ বাঁধো!

পেরিয়ে যাবো দূর, অনেক দূর!!!!! 🌈❤‍🩹

Please rate this Post

No ratings yet.

Comments are closed.