আমাদের অনেকেরই দুটো করে নাম থাকে, একটা আধার কার্ডের আর একটা বাড়ির লোক, পাড়া প্রতিবেশী বা স্কুলের বন্ধু-বান্ধবীরা দেয়।
আমার কোনো ডাকনাম নেই, তাই নিজেই নিজের নাম রেখে দিয়েছি একচোখো। ওর ডাকনাম আছে কিনা জানিনা, নেই বললেও ভুল হবে আসলে আছে। আমরা বন্ধু-বান্ধবীরাই রেখেছি কতবার, তবে সেটা কোন অফিসিয়াল ডাকনাম নয়। তবে আমরা ওকে মেঘপরী বলেই ডাকব.. কী মিষ্টি না ??
ডাকনাম
তুই তাকে খুঁজেছিলি, আর আমি তোকে.
তুই সুখ চাস, আর কেই বা চাইবে না..
কী যেন সেই নামটা, আরে ডাকনামটা রে?
থাক আর রাগিয়ে কাজ নেই 🤭
রাগলে কিন্ত হেব্বি দেখায় তোকে..😚
তার ওপর সেই টকঝাল গালি গুলো 🙂
নামে কি এসে যায়, ডাকনামটাই ভালো,
তুই যে আজও এই মনের রঙিন টুনি আলো।✨