দেখা হয়েছিল – জলফড়িং
শেষবার পুজোতে দেখা হয়েছিল
নীল রঙের শাড়িতে সোনালী পাড়,
তুই ছিলি, আমি ছিলাম বাকি সব বন্ধুরা।
তাও কই তোকে খুঁজে পেলাম আর
তুই তখন ময়ূর, যেন বর্ষার অপেক্ষায়।
ভেবেছিলাম ফিরে যাবো, ফিরিয়ে দিয়ে সব,
সাহস হলো না, চুপসে গেলাম
ভীতু মনের যা হয়!
বেলা শেষে ডুবেছিলাম স্মৃতির বালিতে,
ওইটিই শেষ দেখা, আর ফেরা হয়নি যে।