রোজ রাতে চোখ ভেজে আঁকিবুঁকি চাদরে
তারাদের ভিড়ে আমি খুঁজে চলি নিজেকে।
কত বছর -মাস, সপ্তাহ- দিন যায়,
বসন্ত আসে না আর অত সহজে।
বৃষ্টি’রা আসে যায় তোর স্মৃতি রাস্তায়,
শহরটা ভিজে যায় মিছিলের রক্তে।
শেষ বেলা, শেষ চিঠি, শেষ রোদ রেলিঙে,
ফেলে যাই ভালোবাসা শুধু তোর জন্যে।
রোজ রাতে চোখ বুজি ঘুম যায় বেড়াতে,
পাশে থাকে বালিশের ভিজে নোনা জল
সবাই তো আছে আজ, তুই কোথায় বল?