অবাঞ্ছিত, লাঞ্ছনা, যন্ত্রণা
এই তো জীবন ।
থাক না জীবনে এতেই খুশি,
ওঠা,নামা !
প্রতিটা দিনই যেন রঙিন
মাঝে মাঝে ফুর্তিবাজ প্রহরে
ঝাঁপাঝাঁপি, শূন্যতায় চিৎকার।
ডাস্টবিন খুঁটে, উচ্ছিষ্ট মিটায়
জীবন জ্বালা ।
কখনো বা প্রেমিকার মনোরঞ্জনের
জন্যে রাস্তার মোড়ে নিস্তব্ধতা,
ভুল করলেই গরম ফ্যানের জ্বালা,
এতেই খুশি ।
খুঁজে পাওয়া হাড় নিয়ে বসি
গাছের ছায়ায়, লেজ নাড়ি,
ধুলোয় দিই গড়াগড়ি ।
নিঝুম রাতে পাড়াই যেন
আমরাই ফৌজি,
ভৌ – ভৌ যেন বারুদ
প্রশম গুলি ।
রোজ এক নতুন গৃহে বাস
নাহ! ইট, কাঠের চার দেওয়াল
ভাঙ্গা বাক্স নয়,
নয় রেল লাইনের ধারে, নর্দমায়
জরাজীর্ণ আঘাত প্রাপ্ত মায়ের কোলে।