ছিঁড়ে ফেলে কবিতার বই
জানালা ছেড়ে ছুটে যাই দরজার দিকে,
বাইরের কালো মেঘ গিলে খায় শহরটাকে
আমি দেখি শঙ্খচিল ওড়ে তার মাঝে।
ঠান্ডা হাওয়ার স্রোত ছুঁয়ে গেলে নিমেষে,
চোখ বুজি ;
তৃপ্তি তো তোর ঠোঁটেরই কামড়ে!
তাই মন দিই মন’টাতে।
হঠাৎ জলের দাগ শরীরে জায়গা নিলে
মনে হয় তোর হাত যেন আমার চিবুক ছুঁয়ে,
ভেঙে পড়ে নরম বালিশের আদরে;
ফের, তুই তছনছ কালবৈশাখী ঝড়ে।