কবিতার প্রতিবাদ – বিবেক রঞ্জন রানা
আচ্ছা বলতো এই লেখালেখি,
কাদের জন্য সাজে?
পেটের জ্বালায় মরছে যারা,
তারা সাহিত্য বোঝে?
সবাই আমরা লিখছি শুধু,
লড়ছিনাতো কেউই।
অনুভূতিগুলো করছি চুরি,
নামছি পথে কই ?
ভাগ্যিস ওরা এতোকাল ধরে,
আধপেটে বেঁচে আছে।
তাইতো মোরা ধরছি কলম,
বিবেক চুরি গেছে।
লিখতে বসে ভাবছি তাই,
লিখে কিবা আর হবে।
দিন বদলের পালা না এলে,
লেখা ছেড়া পৃষ্ঠায় মোড়া রবে।
তাইতো বলছি ভাই—
ইনকিলাব এর শ্লোগান তুলে,
পথে নামো সব্বাই।
কলমের সাথে ঝান্ডা নিয়ে,
লড়াই করতে চাই।