বৃষ্টির মেঘ আসে ঝরা,
কথার তালে নদী ধারা।
বন্য নদীর শুভ্র তীরে
হাওয়ার কুসুম ফুটে প্রাণ হরে।
গ্রীষ্মে সেই নদী শুষ্ক হয়ে
মরুভূমি হয় জলবিহীনে।
সেই নদী নষ্ট হয়ে গেলে
কথার তালে নদী ধারা ফেলে।
বৃষ্টি ফিরে এলো মেঘ হারা
কথার তালে নদী ধারা।
বন্য নদীর শুভ্র তীরে
হাওয়ার কুসুম ফুটে প্রাণ হরে।