মনুষ্যত্ব – বৃষ্টি গরাই
আমরা মানুষ, ভারতবাসী সকলে সমান,
আমাদের রাখতে হবে ভারতের সম্মান।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, আরো অনেক জাতি,
দুঃসময়ে আমরা হব পরস্পরের সাথী।
হিংসা বিদ্বেষ করবো নাকো কারণ আমার মানুষ,
আমাদের মধ্যে সকলেরই আছে জ্ঞান, মান ও হুঁশ।
গালি দেব না পরস্পরে থাকব মিলেমিশে,
>তবেই হবে সমাজের বুকে প্রকৃত মানুষ সে।
মনুষ্যত্ব হারিয়ে মানুষ আলোর পথ ভুলছে,
চারিদিকে তাই খুন-খারাপের অগ্নিঝড় উঠছে।
মদ্যপানে মত্ত হয়ে করে সে তার বিবেক বিনাশ,
গুন্ডামি ও প্রতারণায় করছে দেশের সর্বনাশ।
ভেজাল ও জালে ছেয়ে গেছে এই বিশ্বময়,
মানুষ হয়ে ভাবলে পরে নিজের দুঃখ হয়।
বোমাগুলির অপব্যবহার চলছে সর্বদায়,
সৃষ্টির সেরা জীব হয়ে এসব কী শোভা পায়?
চারিদিকে আজও অন্ধবিশ্বাস, কু-সংস্কারে কালো,
সবাই আপন মনের মধ্যে শিক্ষার আলো জ্বালো।
রাগ, অহংকার, মন থেকে করতে হবে দূর,
তবেই উঠবে বিশ্বজুড়ে আনন্দের এক সুর।।