মুক্তি -✍ Surjashish Ghosh
চায় না তোদের ভালোবাসা ,
চায় না তোদের এস এম এস ।
রোজ রোজ শুধু জন সমাবেশ ;
আর ভাল্লাগেনা এই পরিবেশ ।।
আমায় করবি না কেউ বিরক্ত ,
আমি থাকতে চায় আজ থেকে একাকিত্ব ;
তোদের উপর আমি রাখি না কোনো আস্থা ।
কিন্তু আস্থা রাখা ছাড়া আমারও নেই কোনো রাস্তা ।।
দিন দিন বেড়েই চলেছে আড্ডা,
আমার ভাল্লাগেনা তোদের ঠাট্টা ।
আমি চেয়েছিলাম একটা গ্রুপ বানাতে;
কিন্তু আমি পারিনি তোদের বোঝাতে ।।
তোদের কথার নেই কোনো যুক্তি,
তাই আমি চাইছি তোদের থেকে মুক্তি;
চারিদিকে রিপ্লাই কত কত ।
আমার ভিউয়ারস্ চায় না শত শত ।।
মন যে চায় থাকতে একাই ;
তাই বেছে নিয়েছি অন্য রাস্তাই ,
বদ্ধ কাঠামো থেকে পালাতে ।
বেরিয়ে গেলাম হোয়াটসঅ্যাপ থেকে ।।
চেঞ্জ করলাম আমার মোবাইল নং ,
পারছি না আর সহ্য করতে, তোদের ওই ধং ।
মন চাইছিল অনেক দিন থেকেই ;
অবশেষে কাজে করে ফেললাম আজকেই ।।
~© সূর্যাশীষ ঘোষ