আয়নার সামনে একটা প্রশ্ন রাখলাম
তুই কি সত্যিই ভালো আছিস?
উত্তরটা একটা অচেনা রূপ নিয়ে এলো
তীরের আঘাতের মত বুকে গিয়ে ঠেকলো
মনে মনেই প্রথম আঘাতের যন্ত্রণার মত চেঁচিয়ে নিলাম
দেখলাম আয়নার ভিতরের মানুষটার চোখের কোনে
এক ফোঁটা ঘোলা জল
তবে সে চাইছে সেটাকে বেঁধে রাখতে
চাইছে দেখাতে সে কত আজ খুশি
কত হাঁসিই না সে আজ হেঁসেছে সবার সামনে
তবে দিনের আড়ালে সে জানে –
সবার সামনে সে ভালোই মুখোশ পড়তে পারে
সাজতে পারে জীবন্ত বহুরূপী
তীরের অসহ্য যন্ত্রনা যে তার কাছে আজ নতুন নয়
তবে একটু অভিনব
সকলের মত আয়নাটা যে উত্তরে আজ বলে নি
ভালো আছি আমি
সেতো আজ প্রশ্নদাতাকেই উল্টে প্রশ্ন করে বসলো
তুই কি সত্যিই ভালো আছিস ?
যার উত্তর তার কাছে আজ অচেনা
সে জানে না সে কী বলবে
তাই সে নিশ্চুপ, শুধু তাকিয়ে আছে আয়নার মানুষটার দিকে এক চাহুনিতে
মুখ বুজে সে যন্ত্রনাটাকে সইছে শুধু আজ
মলম দেওয়ার উত্তর তার কাছে আজ নেই ।।
– স্ব স্তি ক