প্রিয়তমা!
তুমি কি এখনো আমার অপেক্ষায় আছো,
নাকি সব ভুলে বদলে গিয়েছো?
আজ অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি,
তুমি কি জানো কতটা দুঃখের সাগরে ভেসেছি?
তুমি কি এখনও সেই পার্কে গিয়ে সময় কাটাও,
নাকি আমাকে ভুলে অন্য কাওকে খুজে বেড়াও?
তোমার কি সেই পাখিটার কথা মনে আছে?
যেই পাখিটা রোজ এসে বসতো কদম গাছে।
এই অচেনা শহরে তোমায় খুজে পাবো কিনা জানিনা,
তবুও আমি উদ্দেশ্যহীন ভাবে খুঁজে বেড়াই পথহীনা।
হঠাৎ করে থমকে গেলাম এক কন্ঠ শুনে,
নিঃশব্দে ঘুড়ে দাড়ালাম সন্তর্পণে।
ভাবিনি কখনো দেখবো তোমায় এইভাবে,
খুব খুশিতে তুমি অন্য কারো হাত ধরে।
গোলাপ দুটি পড়ে গেলো আনমনে,
রক্তটুকু লেগে গেলো ডায়রির কোণে।
সেখানে অনেক মানুষ হয়ে গেলো জড়ো,
তবুও তুমি ফিরে তাকালেনা একবারো।
ভেবেছিলাম হয়তো তোমায় আর ভালোবাসিনা
খুব জানার ইচ্ছা ছিলো তুমিও তাই কিনা,
কিন্তু তা আর জানতে পারলাম না।
আমারও আর বাড়ি ফেরা হলোনা।