স্মৃতিতে বাইশ - পর্না সরকার - MeghPori

স্মৃতিতে বাইশ – পর্না সরকার

স্মৃতিতে বাইশ - পর্না সরকার Meghpori

স্মৃতিতে বাইশ পর্না সরকার

নিশির আঁধার কাটছে দেখ
পার করা সেই বাইশটি বছর।।
ভোরের আলোয় আগমনের ধ্বনি
জানুয়ারীর সেই নতুন বছর।

কতই না স্মৃতি রবে
ঘিরে থাকা বাইশে।।
অন্তরে কতই না স্মৃতি
মনে পড়ে শৈশবের ওই ছোটোবেলা
দুষ্টুমিতেই ছিল ভরা শৈশবের ওই
ছোটোবেলা।।

ছিল শ্লেট, পেনসিল, বর্ণমালা, সহজপাঠ আর কিশলয়ের মেলা।।

হাজার স্বপ্ন রইল বাকি
হলো না কোনো লক্ষ্য পূরন।
তবু অতিক্রম করা বাইশের মতো
করব পার কয়েকশো বৎসর।

মানুষ চেনার খেলায়
শিখিয়ে দিলে বাইশ তুমি
মুখোশধারী মানুষ দিকেও।

প্রয়োজন বুঝে ছিল পাশে
সময় বুঝে দিল ফাঁকি।।
চেয়ে দেখ চতুর মানুষ
ঠকায় সরল লোকেদের।

তবু আজীবন থাকবে বাইশ
জড়িয়ে থাকা স্মৃতির কোনে।।

Please rate this Post

4.67/5 (3)

Comments are closed.