সানডে (Sunday) – সজল গরাঁই
সানডে মানে হাজারো স্বপ্ন,
অপেক্ষায় থাকা তোমার।
সানডে মানে আবারো দিনের,
পুরোটা হবে আমার।
সানডে মানে গ্যাংচিল,
উড়ে আসে জলে।
সানডে মানে সজ্জিত কার্নিশ,
পাখিদের কোলাহলে।
সানডে মানে, সকালবেলায় দেরি করে উঠা,
সানডে মানে, চিত্তখানার ভ্রমণ হতে ছোটা।
সানডে মানে, চেনাহাতে, কোথাও বেড়াতে যাওয়া,
সানডে মানে, রাস্তার ধরে,দাঁড়িয়ে ফুচকা খাওয়া।
সানডে মানে, সন্ধেবেলায় পুকুর পাড়ের নুড়ি,
সানডে মানে, জিভে জল! বাড়িতেই ঝাল মুড়ি।
সানডে মানে, একাকী বসে নিজের সাথে কথা,
সানডে মানে, বাগানে লাগানো, নব্য চারুলতা।
সানডে মানে, আরাম কেদারাই চা হাতে বসা,
সানডে মানে, একটুখানি নিজেকে ভালোবাসা।
সানডে মানে, বদ্ধ থেকে মুক্ত হয়ে যাওয়া,
সানডে মানে, সন্ধে বেলার শীতল সেই হাওয়া।
সানডে মানে, বাড়ি পাহারা,
সানডে মানে, আরাম কেদারা।
সানডে মানে, আটকে থাকা,
প্রিয় মানুষের মিষ্টি চেহেরা।
পুরো সপ্তাহের পরিলেক সব, সানডে শেষেই ইতি।
সানডে মানে প্রসন্ন সকালের, অপ্রসন্ন পরিণতি।।