ভালোবাসার দাম – জলফড়িং
ফিরছি তখন শর্টকার্টে
তোর বাড়ির মোড়ের পাশ দিয়ে।
বারান্দাটা ফাঁকাই পড়ে,
শেষ শীতেও একলা সেই তোর লাল সাইকেল।
আজও কি মনে পড়ে সে দুপুরের কার্নিসে,
হাজার হাজার মেঘের ভিড়ে চরিত্রদের বাছা।
সব গেছে আজ;
সময় স্রোতের সঙ্গে তুইও গেছিস ভবিষ্যতে।
আর আমি এখন গোলাপ বেচি,
দশ করে পিস বাজারে।
তোর বাড়ির মোড়ের পাশ দিয়ে।
বারান্দাটা ফাঁকাই পড়ে,
শেষ শীতেও একলা সেই তোর লাল সাইকেল।
আজও কি মনে পড়ে সে দুপুরের কার্নিসে,
হাজার হাজার মেঘের ভিড়ে চরিত্রদের বাছা।
সব গেছে আজ;
সময় স্রোতের সঙ্গে তুইও গেছিস ভবিষ্যতে।
আর আমি এখন গোলাপ বেচি,
দশ করে পিস বাজারে।