আচ্ছা শোনো না_
আমি যদি গ্রীষ্মের সূর্য হয়ে তাপ দিই,
তুমি কী তা সয়ে আমায় ভালোবাসবে?
আমি যদি বৃষ্টি হয়ে ঝড়ে পরি,
তুমি কী নদীর মতো আমায় বুকে টেনে নেবে?
আমি যদি শরৎ এর আকাশ হয়ে দেখি তোমায়,
তুমি কী কাশ ফুল হয়ে চেয়ে থাকবে আমার দিকে?
আমি যদি হেমন্তের টলমল শিশির হই,
তুমি কী সবুজ ঘাস হয়ে আমায় আগলে রাখবে?
আমি যদি শীতের হিম হই,
তুমি কী উষ্ণতা হয়ে আমায় জড়িয়ে ধরবে?
আমি যদি বসন্তের মিষ্টি ফুল হয়ে ফুটি,
তুমি কী প্রজাপতি হয়ে আমায় ছুঁয়ে যাবে?
বলো না প্রিয়_
আমার আজীবনের ছয় ঋতুর সঙ্গী হবে কী তুমি?